সরকারের নির্বাহী আদেশে অফিস-আদালত চালু থাকায় দীর্ঘ ২০ বছর পর দেশের পুঁজিবাজারে শনিবার লেনদেন হয়েছে। পতনের বৃত্তে আটকে থাকা পুঁজিবাজারে এদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। যদিও আগের ৬ সপ্তাহে ধারাবাহিক পতনে পুঁজিবাজারে মূলধন কমেছে ২৪ হাজার কোটি টাকা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার দীর্ঘ ছুটি দেওয়ার পাশাপাশি দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এরই আলোকে শনিবার সরকারি সব অফিস খোলা থাকার পাশাপাশি পুঁজিবাজারেও লেনদেন হয়। এর মাধ্যমে ২০০৫ সালের পর আবারও পুঁজিবাজারে শনিবারে লেনদেনের ঘটনা ঘটল।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগে সপ্তাহে এক দিন, অর্থাৎ শুক্রবারে লেনদেন বন্ধ থাকত। শনিবারও লেনদেন হতো। তবে সরকারিভাবে সাপ্তাহিক ছুটি দুদিন করার পর থেকে প্রথমবারের মতো শনিবারে লেনদেন হলো আজ।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭৭টির, কমেছে ৭৯টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৪০টি। এতে প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৮২০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের দিন ছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা।
গত সপ্তাহের বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬০ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৩ শতাংশ।