[ad_1]
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৫৫, ১৮ মে ২০২৫

সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।
রবিবার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য সাতক্ষীরায় এসেছিলেন সাংবাদিকরা। আজ তারা ফিরে যাচ্ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।’’
ঢাকা/শাহীন/রাজীব
[ad_2]
Source link