এই অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক বা চিকিৎসা সহায়তা চেয়েছেন মাহফুজের রহমান। তাঁকে সাহায্য পাঠানো যাবে—মাহফুজের রহমান, হিসাব নম্বর: ১৮২-১০৩-৬২০৭১৪। ডাচ্-বাংলা ব্যাংক, সফিপুর শাখা, কালিয়াকৈর, গাজীপুর। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও—০১৭০৭২৩৪১৬১ (বিকাশ)।