[ad_1]
দেশের পুঁজিবাজারে টানা দরপতনে সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমেছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। গতকাল লেনদেন শেষে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে তাঁরা বিক্ষোভ ও কফিন মিছিল করেন।
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ বিনিয়োগকারীরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন, মুখপাত্র ও সমন্বয়ক নুরুল ইসলাম মানিক প্রমুখ।
বিক্ষোভকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদকে অপসারণ করার আহ্বান জানান। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিনিয়োগকারীরা বলছেন, দীর্ঘমেয়াদি কাঠামোগত দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা ও আস্থাহীনতার কারণে পুঁজিবাজার আজ গভীর সংকটে। তাঁরা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বাজার থেকে আরও পুঁজি উধাও হয়ে যাবে।
[ad_2]
Source link