Homeখেলাধুলাপিএসএলে খেলার অনাপত্তিপত্র চাইলেন মিরাজ

পিএসএলে খেলার অনাপত্তিপত্র চাইলেন মিরাজ


সাকিব আল হাসানের পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যেতে পারে আরেক বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজকে। লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র কাছে অনাপত্তিপত্র চেয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করে জানানা মিরাজ সোমবার (১৯ মে) সকালে পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্রের আবেদন করেছেন। তবে বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের টি–টোয়েন্টি সিরিজ চলছে, কিন্তু সেই দলে নেই মিরাজ। এই ফাঁকেই দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। আর যদি অনাপত্তিপত্র পান তাহলে এই পিএসএল হবে মিরাজের প্রথম বিদেশি লিগ অভিজ্ঞতা—শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলেছেন এতদিন।

গত মাসেই আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন মিরাজ, ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন অনেক লিগেরই।

লাহোর কালান্দার্স ইতিমধ্যেই চলতি মৌসুমের প্লে-অফ নিশ্চিত করেছে। গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে তারা নিজেদের জায়গা পাকাপোক্ত করে। সেই ম্যাচেই প্রথমবারের মতো মাঠে নামেন সাকিব আল হাসান।

এছাড়া লাহোরের হয়ে আগেই খেলেছেন রিশাদ হোসেন, আর পেশোয়ার জালমির হয়ে ছিলেন নাহিদ রানা। তবে মাসের শুরুতে ভারত–পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়ে গেলে তারা দুজনই দেশে ফিরে আসেন এবং বর্তমানে আমিরাতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন।

পিএসএলে মিরাজের অংশগ্রহণ নিশ্চিত হলে এটা হবে তার ক্যারিয়ারের একটি নতুন মোড়। আন্তর্জাতিক মঞ্চে তার অলরাউন্ড পারফরম্যান্স, বিশেষ করে চাপের মুহূর্তে বল হাতে কার্যকারিতা, তাকে করে তুলেছে বহু লিগের কাঙ্ক্ষিত নাম। এবার হয়তো সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত