Homeখেলাধুলাআনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরুর আগেই চমক, দলে ফিরছেন নেইমার

আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরুর আগেই চমক, দলে ফিরছেন নেইমার


ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এখনো আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে বসেননি। তবে ২৬ মে দায়িত্ব নেওয়ার আগেই শুরু করে দিয়েছেন তার যুগের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো—যার মধ্যে সবচেয়ে বড় চমক: নেইমারকে জাতীয় দলে ফেরানো এবং এক তরুণ ফরোয়ার্ডের ডাক, যিনি এখনো কখনোই ব্রাজিলের জার্সি গায়ে খেলেননি।

গ্লোবো এসপোর্তে-র খবর অনুযায়ী, ইনজুরির কারণে গত ১৬ এপ্রিল থেকে মাঠের বাইরে থাকা নেইমারকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। সেই ম্যাচে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবু এই সুপারস্টার ফরোয়ার্ডকে আবারও আস্থা দিয়েছেন নতুন কোচ।

আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ডাবল ফিক্সচারের জন্যই মূলত এই দল গঠন। ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে গুইয়াকিলে এবং ১০ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

তবে নেইমারের ফেরার চেয়েও আলোচনার কেন্দ্রে এখন ইগর পাইসাও। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ডাচ ক্লাব ফেইয়েনর্ডের হয়ে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন। এমন পারফরম্যান্সে তাকেই প্রথমবারের মতো ডেকেছেন আনচেলত্তি। যদি মূল স্কোয়াডে জায়গা পান, তবে জাতীয় দলে এটিই হবে তার অভিষেক।

সম্ভাব্য স্কোয়াডের আরও কিছু নাম:

ফ্ল্যামেঙ্গো থেকে ৬ জন: দানিলো, ওয়েসলি, লেও অর্তিজ, আলেক্স সান্দ্রো, জারসন ও পেদ্রো

অন্যরা: অস্কার, ফ্যাব্রিসিও ব্রুনো, হুগো সুজা

আনচেলত্তি আপাতত প্রায় ৫০ জনের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন। তবে বিগত বছরগুলোর মতো এবার আর পুরো তালিকা প্রকাশ করা হয়নি। শেষ বাছাইয়ের পরই পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হবে।

ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আনচেলত্তির প্রথম ট্রেনিং সেশন নির্ধারিত ২ জুন, অর্থাৎ দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে “কার্লেত্তো” যুগ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত