Homeদেশের গণমাধ্যমেশিশিরকে হারের দায় দিলেন লিটন

শিশিরকে হারের দায় দিলেন লিটন

[ad_1]

প্রকাশিত: ০২:১৭, ২০ মে ২০২৫  

শিশিরকে হারের দায় দিলেন লিটন


সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি প্রথমে ছিল দুই ম্যাচের। পরবর্তীতে বিসিবির প্রস্তাবে সিরিজটি তিন ম্যাচের করা হয়। যদি দুই ম্যাচের হতো তাহলে গতকালই শিরোপা ভাগাভাগি করা লাগত দুই দলের। 

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ২৭ রানে। দ্বিতীয় ম্যাচে গতকাল সংযুক্ত আরব আমিরাত নেয় প্রতিশোধ। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ তারা জিতে নেয় ২ উইকেটে। দুইশর বেশি রান তাড়া করার রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। 

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। ২১ মে শারজাহতেই হবে শেষ টি-টোয়েন্টি। ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘যে কোনো পরাজয়ই কষ্টকর। আপনি ভালো দিন, খারাপ কাটাতেই পারেন। আমরা একসঙ্গে সবাই মিলে কথা বলবো। আশা করছি ঘুরে দাঁড়াবো।’’

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ২০৫ রান তোলে। ১ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায় ইউএই। নিজেদের ব্যাটিং নিয়ে লিটনের তেমন অভিযোগ নেই। তবে মাঠের আকার এবং উইকেট অনুযায়ী বোলিং আরো ভালো হওয়া উচিৎ ছিল বলে মনে করছেন তিনি,  

‘‘আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট ভালো ছিল। তারা যখন ব্যাটিং করছিল শিশিরের সুবিধা পেয়েছে। আমরা ফিল্ডিংয়ে কিছুটা ভুল করেছি এবং মাঝের ওভারগুলো এলোমেলো হয়েছে। আপনি যখন এই ধরণের মাঠে খেলবেন যেগুলো একটু ছোট এবং শিশিরের প্রভাব রয়েছে তখন আপনাকে বেশ হিসেবি হতে হবে।’’

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন তানজিদ। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। লিটন ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ এবং শান্ত ১৯ বলে ২৭ রান করেন ২ চার ও ১ ছক্কায়। এছাড়া তাওহীদ হৃদয় ২৪ বলে ৪৫ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। শেষ দিকে জাকের আলী ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করলে বাংলাদেশের রান দুইশ পেরিয়ে যায়। 

দলের ব্যাটিং নিয়ে লিটন খুশি থাকলেও নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত নন, ‘‘আমি যা করেছি তা আপ টু মার্ক ছিল না। আমি পরের ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’’

ঢাকা/ইয়াসিন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত