উদ্বেগজনক বিষয় হলো, এ সমস্যার দায় কেউ স্বীকার করতে রাজি নয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, এটা উপজেলা প্রশাসনের দায়িত্ব; ইউনিয়ন পরিষদ (ইউপি) বলছে জায়গার অভাব আর পরিবেশ অধিদপ্তর বলছে দায় পাউবো ও স্থানীয় প্রশাসনের। এই দোষারোপের রাজনীতির মধ্যে যেটি অনুপস্থিত, তা হলো একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘আমরা বাধ্য হয়ে নদী ও রেললাইনের পাশে ময়লা ফেলছি। কারণ, আমাদের ময়লা ফেলার জন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিতে পারেনি বাজার কমিটি, স্থানীয় ইউপি ও উপজেলা প্রশাসন।’
বাজার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, চার বছরের জন্য ময়লা ফেলতে একটি জায়গা ভাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে—কিন্তু প্রশ্ন থেকে যায়, এই উদ্যোগ নিতেই–বা এত দেরি হলো কেন? এরপর আরও একটি প্রশ্ন চলে আসে, চার বছরের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা দিয়ে কীভাবে একটি দীর্ঘমেয়াদি পরিবেশগত সমস্যার সমাধান হবে?