Homeসাহিত্য‘অন্তঃস্থ আ’ থেকে

‘অন্তঃস্থ আ’ থেকে


১১.৬.২০। ১০:৪৫ সকালআজও মশারি কুড়োলাম মশার বাইরে থেকে। না, ভুল হলো—মশা কুড়োলাম মশারির বাইরে থেকে। যেভাবে শেফালি কুড়াতাম এককালে। আজ নয়টা। কাল ছিল গোটা ছয়েক। তার আগে চারটা। ক্রমবৃদ্ধি হচ্ছে—মশার ঔষধ ছিটানো হচ্ছে কিনা!আজ কয়েকরাত বারান্দার দরজা খোলা রাখছি বেশি গরম পড়ায় (রাস্তায় মানুষ-গাড়ি বাড়ায় বোধকরি) আর টেবিল ফ্যানটা মশারির মুখের কাছে। মশারা একটানা বাতাসে মশারির গায়ে আটকে ধারণাকরি দমবন্ধ হয়ে মরছে।… বিস্তারিত



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত