Homeপ্রবাসের খবরইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের জেরে আন্তর্জাতিক চাপ আরও জোরালো হয়ে উঠেছে। এমনকি, গত কয়েক দিনের ব্যবধানে গাজায় শত শত মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার (২০ মে) দেশ তিনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, গাজায় যদি সামরিক অভিযান বন্ধ না করা হয় ও মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকে, তাহলে তারা ইসরায়েলের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞাসহ ‘কঠোর পদক্ষেপ’ নিতে বাধ্য হবে।

গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরপরই ইসরায়েল ‘গিডিওনের রথ’ নামক একটি নতুন ভয়াবহ স্থল অভিযান শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামাস নতুন জিম্মি বিনিময় চুক্তিতে রাজি না হলে এই অভিযান চলবে।

জানা গেছে, নতুন অভিযানে উত্তর ও দক্ষিণ গাজায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গত সপ্তাহে হামাসের ৬৭০টিরও বেশি ‘লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সের ওষুধের গুদামে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এমএপি’র সহায়তায় সরবরাহ করা ওষুধকে ও চিকিৎসা সামগ্রী ধ্বংস হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছেন ও পুরো উত্তরের একমাত্র কার্যকর হাসপাতাল বন্ধ হয়ে গেছে। নিহতদের মধ্যে বহু পরিবারের সদস্য ঘুমন্ত অবস্থায় বোমার আঘাতে মারা যায়। বৃহস্পতিবার (১৫ মে) থেকে এ পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত ও ১ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে, ইসরায়েল কিছু ‘প্রাথমিক খাদ্য সহায়তা’ প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনীয়তার তুলনায় সামান্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। মানবিক সহায়তা সরবরাহে ঘাটতি ও ইসরায়েলের চলমান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত