আইপিএলের চলমান নাটকীয়তার মাঝে নতুন করে চমক নিয়ে হাজির হলো বিসিসিআই। আবহাওয়ার উদ্বেগ মাথায় রেখে বড় সিদ্ধান্ত — ২০২৫ আইপিএল ফাইনাল কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার হবে আহমেদাবাদে, এবং আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ সরানো হয়েছে লক্ষ্নৌতে।
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস যেখানে এবার ফাইনাল হওয়ার কথা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, ফাইনাল হবে ৩ জুন। ১ জুন এখানে হবে কোয়ালিফায়ার ২-ও।
এদিকে, কোয়ালিফায়ার ১ (২৯ মে) এবং এলিমিনেটর (৩০ মে) হবে মোহালি সংলগ্ন মুল্লানপুর, নিউ চণ্ডীগড়-এ।
বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বৃষ্টি ও অসময়ের ঘনঘটা মাথায় রেখে প্লে-অফ ও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে।’
গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাই স্বাভাবিকভাবেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর আশা ছিল, এবার ফাইনাল ফিরবে ইডেনে। আসলে হায়দরাবাদ ও কলকাতা — দুই শহরই শেষ চারটি ম্যাচের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত ছিল। তবে যুদ্ধকালীন স্থগিতাদেশ ও পরবর্তী আবহাওয়া বিশ্লেষণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় বোর্ড।
একইসঙ্গে, ২৩ মে-তে নির্ধারিত আরসিবি বনাম এসআরএইচ ম্যাচও সরে যাচ্ছে লক্ষ্নৌর একানা স্টেডিয়ামে। যদিও ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গেম হিসেবেই রইলো, কিন্তু বৃষ্টির আশঙ্কায় চেন্নাস্বামী স্টেডিয়াম থেকে স্থানান্তর করা হয়েছে।
বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘যুদ্ধের পর এবার আমাদের প্রধান শত্রু আবহাওয়া।’ হঠাৎ করে অসময়ের ঘনঘটা যে কোনো সময় বড় প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি।
প্লে-অফ ও ফাইনালের চূড়ান্ত সূচি:
- কোয়ালিফায়ার ১: ২৯ মে, মুল্লানপুর
- এলিমিনেটর: ৩০ মে, মুল্লানপুর
- কোয়ালিফায়ার ২: ১ জুন, আহমেদাবাদ
- ফাইনাল: ৩ জুন, আহমেদাবাদ
আবহাওয়ার চোখরাঙানি সামলে এবার শেষ পর্বে পৌঁছাতে মরিয়া আইপিএল। ফাইনালের ভেন্যু বদল যতটা চমকপ্রদ, ততটাই আবেগঘন কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য — আর মাঠে নামার আগে ক্রিকেটারদের জন্য এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ, আকাশ!