Homeবিনোদনডার্ক কমেডি থ্রিলার গল্পে ‘পার্টি’

ডার্ক কমেডি থ্রিলার গল্পে ‘পার্টি’


মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার সিদ্ধান্ত নেয় কয়েকজন তরুণ। সেই পার্টিতে হাজির হয় অজ্ঞাত এক ব্যক্তি। সেই ব্যক্তি পার্টির আমেজটাই বদলে দেয়। ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় এটি রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। আগামী ১ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে পার্টি।

পার্টি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ সেন্টু, আলমগীর হোসেন, বাঁধন খান, ফারুক আহমেদ প্রমুখ।

নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, ‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। পার্টিতে ঘটতে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে দেখানো হয়েছে। গল্পে অনেক টুইস্ট আছে, যা দর্শকদের ধরে রাখবে। ভালো লাগবে সবার, বিশেষ করে তরুণদের।’

অভিনেতা শরীফ সিরাজ বলেন, ‘পার্টির গল্পে ড্রামা আছে, রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে। বর্তমান সময়ের কনটেন্টগুলোতে একসঙ্গে এত কিছু দেখা যায় না। আমি পার্টি নিয়ে খুবই পজিটিভ। সব শিল্পীই যত্ন নিয়ে কাজটা করেছেন। আমার বিশ্বাস, দর্শক অভিনেতাদের পারফরম্যান্স খুব উপভোগ করবেন।’

লামীমা লাম বলেন, ‘তারুণ্যনির্ভর একটি কাজ এটি। যদি গল্প ও নির্মাণ নিয়ে বলি, তাহলে বলব একটি ভালো কাজ হয়েছে। দর্শক ব্যতিক্রম কিছু খুঁজে পাবে। কারণ এমন ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত