Homeখেলাধুলাআইপিএলে মোস্তাফিজদের ভাগ্য নির্ধারনী ম্যাচে বৃষ্টির শঙ্কা

আইপিএলে মোস্তাফিজদের ভাগ্য নির্ধারনী ম্যাচে বৃষ্টির শঙ্কা

[ad_1]

আইপিএল ২০২৫-এর মঞ্চে আজ বুধবার (২১ মে) রাতেই হতে চলেছে এক ‘সব-কিছু-নির্ধারণকারী’ মহারণ—মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম। প্লে-অফের শেষ টিকিটের জন্য মরিয়া দুই দল। কিন্তু ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের আকাশ!

আজ সকাল থেকেই আবহাওয়া পূর্বাভাস বলছে, মুম্বাই শহরে দিনভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর ও সন্ধ্যার সময় ২ থেকে ৪ ঘণ্টা টানা বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৬০ কিমি গতিতে—যা ম্যাচ আয়োজনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৮০–৯০%।

ম্যাচ যদি পরিত্যক্ত হয়, দুই দলই একটি করে পয়েন্ট পাবে। তাতে অবশ্য খানিকটা লাভ মুম্বাইয়ের (১৪ পয়েন্ট), কিন্তু দিল্লির (১৩ পয়েন্ট) প্লে-অফের স্বপ্ন হয়ে পড়বে আরও কঠিন। তখন দিল্লিকে শুধু পাঞ্জাব কিংসকে হারালেই চলবে না, চাইবে পাঞ্জাব যেন শেষ ম্যাচে মুম্বাইকেও হারিয়ে দেয়। এমন জটিল সমীকরণের মাঝে দিল্লির তরুণ তারকা অভিষেক পোড়েল এখনও আশা ছাড়ছেন না, ‘চান্স তো আছেই!’

খাতায়-কলমে মুম্বাই ইন্ডিয়ান্সই ফেভারিট। শেষ সাত ম্যাচে ছয়টিতে জয়, দুরন্ত ছন্দে আছে তারা। রোহিত শর্মা তাঁর টেস্ট অবসর ঘোষণার পর ফিরছেন ওয়াংখেড়েতে, অর্থাৎ গ্যালারিতে থাকবে গর্জে ওঠা সমর্থনের ঢল। সূর্যকুমার যাদব রয়েছেন রুদ্রমূর্তিতে, আর পেস আক্রমণের নেতৃত্বে রয়েছেন জসপ্রীত বুমরাহ।

অন্যদিকে, দিল্লি শিবিরে বড় ধাক্কা—অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াংখেড়ের সুইং-সহায়ক উইকেটে স্টার্কের অনুপস্থিতি স্পষ্টভাবে কমিয়ে দিয়েছে দিল্লির ফাস্ট বোলিংয়ের ধার।

ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, কিন্তু আসল প্রশ্ন—খেলা আদৌ হবে তো? বৃষ্টি যদি হানা দেয়, তাহলে মাঠের লড়াই নয়, বরং ভাগ্যের খেলাই নির্ধারণ করবে কে যাবে প্লে-অফে, কে নয়।

আজ রাতের এই মহারণ যেন ক্রিকেটভক্তদের জন্য এক টানটান থ্রিলার—নায়করা তৈরি, মঞ্চ প্রস্তুত, কিন্তু আলো নিভিয়ে দিতে পারে প্রকৃতির রোষ!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত