Homeদেশের গণমাধ্যমে৪১ রানে আউট জাকের

৪১ রানে আউট জাকের

[ad_1]

বাংলাদেশ: ১৮.২ ওভারে ১২৮/৯

বাংলাদেশের একশ করা নিয়ে শঙ্কা জেগেছিল। বিপদসংকুল পরিস্থিতিতে দাঁড়িয়ে যান জাকের আলী। তার ব্যাটেই ৩৫ বল বিরতি দিয়ে এসেছিল বাউন্ডারি। তারপর হাত খুলে খেলতে থাকেন এই ব্যাটার। দলীয় স্কোর একশ পার করেন তিনি ছক্কা মেরে। হাফ সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন জাকের। ১৯তম ওভারের প্রথম বলে সগীরকে ছক্কা মারেন। পরের বলে বড় শট খেলতে গিযে ৪১ রানে আউট তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে জুহাইব জুবাইরের ক্যাচ হন জাকের, ৩৪ বলে ১ চার ও ৩ ছয়ে ৪১ রান করেন। ১২৮ রানে ৯ উইকেট হারালো বাংলাদেশ।

জাকেরের ছক্কায় একশ পার করলো বাংলাদেশ

১৭তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারলেন জাকের আলী। তাতে শঙ্কা দূর করে বাংলাদেশ একশ পার করলো ৮ উইকেট হারিয়ে।

সগীরের স্লো বাউন্সারে তানজিমের বিদায়

১১ ওভারে ৭১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ২২ গজে যোগ দিয়ে তানজিম হাসান সাকিব ও জাকের আলী সতর্ক ব্যাটিং করতে থাকেন।

১৪তম ওভারের শেষ বলে সগীর খানের স্লো বাউন্সারে বাউন্ডারি মারতে গিয়ে লং অনে সীমানার সামনে মুহাম্মদ ওয়াসিমের ক্যাচ হন তানজিম। ১২ বলে ৬ রান করেন তিনি।

৮৪ রানে ৮ উইকেট হারালো বাংলাদেশ। তার বিদায়ের পর বাংলাদেশ পায় বাউন্ডারির দেখা। ছক্কা মারেন জাকের। ৩৫ বল বিরতি দিয়ে বাউন্ডারির দেখা পায় সফরকারীরা।

শামীম-রিশাদকে ফেরালেন মতিউল্লাহ

নিজের প্রথম ওভারে ১৮ রান দেওয়া মতিউল্রাহ খান ১১তম ওভারে বল হাতে নিয়ে সাফল্য পেলেন। প্রথম বলে শামীম হোসনকে রাহুল চোপড়ার গ্রাভসবন্দি করেন। তিন বল পর রিশাদ হোসেনকে এলডব্লিউ করেন তিনি। ৭১ রানে সাত উইকেট হারালো বাংলাদেশ। 

তানজীদকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ

অন্য প্রান্তের ব্যাটারদের যাওয়া আসার মাঝে তানজীদ হাসান তামিম ছিলেন ব্যতিক্রম। চার-ছয়ে গ্যালারি মাতিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সপ্তম ওভারে তাকে থামতে হলো। আকিফ রাজার ওই ওভারের প্রথম তিন বলে দুটি চার মারার পর বলের লাইন মিস করে বোল্ড হন বাংলাদেশর ওপেনার। ১৮ বলে চারটি করে চার ও ছয়ে ৪০ রান করেছেন তানজীদ। ৫৭ রানে পাঁচ উইকেট পড়লো বাংলাদেশর।

পাওয়ার প্লেতে হায়দারের স্পিনে বাংলাদেশের চার উইকেট নেই

তিন বলের মধ্যে হায়দার আলী ফেরান লিটন দাস ও তাওহীদ হৃদয়কে। ৩১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ ওভারেও আমিরাতের এই স্পিনারে কাছে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। ৪ উইকেটে ৪৯ রানে পাওয়ার প্লে শেষ করেছে তারা।

তৃতীয় ওভারে মতিউল্লাহ খানকে একটি করে চার ও ছয় মারেন লিটন। তানজীদ হাসান তামিমও ছক্কা মেরে আমিরাত পেসারকে হতাশ করেন। ওই ওভারে আসে ১৮ রান। কিন্তু পরের ওভারে হায়দার আলী বল নিয়ে ঝড় তোলেন। প্রথম তিন বলের মধ্যে লিটনকে ১৪ ও হৃদয়কে শূন্যতে এলবিডব্লিউ করেন। ওই ওভারে কোনও রান দেননি আমিরাতি স্পিনার।

হাযদার পাওয়ার প্লের শেষ ওভারে শেখ মেহেদী হাসানকে (২) বোল্ড করে নিজের তৃতীয় শিকার বানান। তার আগের ওভারে ধ্রুব পরাশরকে এক চার ও দুটি ছয় মেরে ১৬ রান তোলেন তানজীদ। ৪৯ রানে চার উইকেট হারালো বাংলাদেশ।

ইমন গোল্ডেন ডাক

প্রথম ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে হালকা চোটের কারণে ছিলেন না একাদশে। বুধবার শেষ ম্যাচে ওপেনিংয়ে নামলেন, কিন্তু প্রথম বলেই আউট তিনি।

আগের ওভারের ছয় বলই খেলেন তানজীদ হাসান তামিম। দ্বিতীয় বলে চার ও শেষ বলে ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় ওভারে ধ্রুব পরাশরের প্রথম বল লং অফ দিয়ে চার মারতে চেয়েছিলেন ইমন। কিন্তু শরাফুর সহজ ক্যাচ হন তিনি। ১০ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন। মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও হাসান মাহমুদ ফিরেছেন। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

আমিরাতের একাদশে আকিফ রাজা ও ইথান ডি’সুজা খেলবেন আরিয়ানশ শর্মা ও মুহাম্মদ জাওয়াদুল্লাহর বদলে।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজীদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, ইথান ডি’সুজা, মতিউল্লাহ খান, সাগীর খান।

আবার টস হেরেছে বাংলাদেশ

আবারও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবারও টসে হেরেছে তারা। শারজা ক্রিকেট স্টেডিযামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

সিরিজ জিতে পাকিস্তানে যেতে পারবে বাংলাদেশ?

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি রুপ নিয়েছে তিন ম্যাচের। দুই ম্যাচ ইতোমধ্যে ১-১ সমতা। ফলে আজ বুধবার অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। যে দল জিতবে তারাই সিরিজ নিজেদের পকেটে পুড়বে। 

স্বাগতিক আরব আমিরাত দুই ম্যাচেই দারুণ ক্রিকেট খেলেছে। অভিজ্ঞতার কারণে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে। বুধবার তৃতীয় ম্যাচটিতে তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অলিখিত ফাইনাল। টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত