Homeবিনোদনইব্রাহিম হয়ে ঈদে আসছেন নিরব

ইব্রাহিম হয়ে ঈদে আসছেন নিরব

[ad_1]

বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে ঈদকেন্দ্রিক। গত বছর রোজার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেলেও, পরের দুই ঈদে সংখ্যাটি নেমে আসে অর্ধেকে। তবে, এই কোরবানির ঈদে হিড়িক পড়েছে সিনেমা মুক্তির। তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক সিনেমা। এ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ১০টি সিনেমার। সবশেষ গতকাল ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হলো ‘শিরোনাম’ সিনেমার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও ববি হক। সিনেমাটির পরিচালক অনিক বিশ্বাস।

বছরের শুরুতে জানা গিয়েছিল, থ্রিলার ঘরানার গোলাপ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন নিরব। সেই সিনেমা মুক্তির আগেই ইব্রাহিম হয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনামে নিরব থাকছেন ইব্রাহিম চরিত্রে। ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেটের মিশেলে দেখা গেল নিরবকে।

সিনেমাটি নিয়ে নিরব বলেন, ‘শিরোনাম-এর গল্পটা বেশ তাৎপর্যপূর্ণ। সমসাময়িক অনেক বিষয় এতে উঠে আসবে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। এবার ঈদে দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে এটি।’

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজের অভিনীত চরিত্রটি নিয়ে নিরব বলেন, ‘আমার চরিত্রের নাম ইব্রাহিম। চরিত্রটি ফুটিয়ে তুলতে যা যা করার প্রয়োজন, তার সবই করেছি। ফার্স্ট লুকে যে বড় চুলে দেখা গেছে, সেটা আমার আসল চুল। চরিত্রটি ফুটিয়ে তুলতে চুল কাটা নিষেধ ছিল। তাই অনেক দিন চুল কাটা হয়নি। ফার্স্ট লুক ছাড়াও এখানে আমাকে আরও কয়েকটি লুকে দেখা যাবে। দর্শকের ভালো লাগবে।’

নিরব ও ববি ছাড়া শিরোনাম সিনেমায় আরও আছেন ওমর সানী, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।

ইতিমধ্যে এই ঈদে ১০টি সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। এত সিনেমার ভিড়ে শিরোনাম মুক্তির সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হচ্ছে জানতে চাইলে আশাবাদ ব্যক্ত করলেন নিরব। তিনি বলেন, ‘ঈদের সময়ে চলচ্চিত্রকে ভালোবেসে সিনেমা দেখতে আসেন সবাই। সেই জায়গা থেকে শিরোনাম মুক্তির সিদ্ধান্ত ঠিক আছে বলেই মনে করি। এটা গল্পনির্ভর একটি সিনেমা। বেশ কয়েক বছর ধরে দেখছি, মানুষ গল্প দেখতে পছন্দ করছেন। সুন্দর মেকিং আর পছন্দের অভিনয়শিল্পীদের একত্রে দেখতে পছন্দ করছেন। এই সিনেমার প্রতিটি ফ্রেমেই পরিচিত শিল্পীদের দেখা যাবে। দর্শক এই সময়ে যে ধরনের সিনেমা দেখতে চায়, ঠিক তেমন একটি সিনেমা হয়েছে শিরোনাম।’

ঈদের সিনেমার তালিকা

১. তাণ্ডব (শাকিব খান, জয়া আহসান)

২. ইনসাফ (শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ)

৩. টগর (আদর আজাদ, পূজা চেরি)

৪. উৎসব (জাহিদ হাসান, জয়া আহসান)

৫. নীলচক্র (আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী)

৬. এশা মার্ডার: কর্মফল (আজমেরি হক বাঁধন)

৭. নাদান (শ্যামল মাওলা, সায়মা স্মৃতি)

৮. সর্দার বাড়ির খেলা (জিয়াউল রোশান, বুবলী)

৯. গোঁয়ার (রাসেল মিয়া, জলি)

১০. শিরোনাম (নিরব হোসেন, ববি হক)



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত