Homeবিনোদনবলিউডকে বিদায় বললেন সুনীল কন্যা আথিয়া শেঠি

বলিউডকে বিদায় বললেন সুনীল কন্যা আথিয়া শেঠি

[ad_1]

বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক কাজ করার পর অভিনেত্রী আথিয়া শেঠি রুপালি পর্দা থেকে বিদায় নিলেন। নিজের মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই তার এমন সিদ্ধান্ত। খবর: পিঙ্কভিলা

এই খবরে অভিনেত্রীর বাবা অভিনেতা সুনীল শেঠি বলেন, ‘কিছুদিন আগেই আথিয়া তার বলিউড ছাড়ার বিষয়ে আমার সঙ্গে কথা বলেন। সে সরাসরি জানিয়ে দেয় বি-টাউনে তিনি আর কাজ করতে চান না। এরপর আমি কিছু বলার আগে সে আমার কাছ থেকে চলে যায়। তবে আমি ওর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। কারণ সে যথেষ্ট বড় হয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তার স্বাধীনতা রয়েছে। বাবার পক্ষ থেকে মেয়ের প্রতি সবসময়ই সমর্থন রয়েছে।’

এ সময় তিনি আরও জানান, আথিয়া এখন নিজের ব্যক্তিগত জীবন এবং মেয়েকে সময় দিতেই বেশি আগ্রহী।

অভিনেত্রী আথিয়া শেঠি ২০১৫ সালে সালমান খানের প্রযোজনায় নির্মিত ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ২০১৭ সালে কমেডির দিকে ঝুঁকেন এবং অভিনয় করেন আনিস বাজমি পরিচালিত ‘মুবারাকান’ ছবিতে। তবে তার সব সবচেয়ে প্রশংসিত কাজের মধ্যে একটি হচ্ছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মোতিচূর চকনাচূর’ সিনেমাটি। এতে তিনি অভিনয় করেন নওয়াজ উদ্দিনের বিপরীতে। এটাই ছিল এই অভিনেত্রীর শেষ সিনেমা। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত