[ad_1]
ঢাকার রাস্তায় এখন শুধু বাইক ছুটছে না, ছুটছে এক নতুন ভাবনা—খাবার যেন অপচয়ে না হারায়, পৌঁছে যায় প্রয়োজনে। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফুডি এবার চালু করল বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব ফিচার—ফুড রেসকিউ।
ফিচারটি বলছে, কোনো অর্ডার বাতিল হলে অথবা গ্রাহক সেটি না নিলে, সেই খাবার যেন ফেলে না দেওয়া হয়; বরং অন্য গ্রাহকের হাতে পৌঁছে যায় কম দামে, ভালো স্বাদে।
ফিচারটির ডিজাইন অনুযায়ী, একটি নোটিফিকেশন যাবে অ্যাপে, আর সঙ্গে থাকবে অফার—চাইলে আপনি কিনে নিতে পারেন সেই খাবার, যার দাম হবে মূল মূল্যের চেয়ে অনেকটা কম। অপচয় হবে না, আবার আপনার পকেটও হাঁফ ছাড়বে।
এ বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি শুধু খাবার না পৌঁছাক, পৌঁছে যাক সচেতনতা আর সুবিধাও। এই ফিচার আমাদের সেই প্রচেষ্টার একটা অংশ।’
এটা শুধু ব্যবসা নয়, যেন এক দায়িত্বশীল যাত্রা। যেখানে প্রতিটি খাবার পাচ্ছে তার গন্তব্য, প্রত্যেক গ্রাহক পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ। আর শহর পাচ্ছে এক নতুন ধরনের স্মার্ট খাবার ব্যবস্থাপনা।
ফুড রেসকিউ এখন কার্যকর ফুডির সব ডেলিভারি জোনে। প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশে নতুন।
এখন খাবার শুধু মুখে নয়, মনেও লাগবে। কারণ, এর পেছনে রয়েছে চিন্তা, সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি। ফুডি দেখিয়ে দিচ্ছে, অ্যাপ শুধু অর্ডার নেয় না, বদলে দেয় ব্যবস্থাও।
[ad_2]
Source link