সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে ১৫ থেকে ২১ মে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে হত্যা মামলার পলাতক আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, অবৈধ মাটি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও দালাল চক্রের সদস্যসহ ২৫৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০৫টি বিভিন্ন ধরনের গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশি অস্ত্র, চোরাই মুঠোফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।