Homeজাতীয়’দেশের মানুষের মুখ ও দাতের সেবা চরম অবহেলা ও হুমকির মুখে’

’দেশের মানুষের মুখ ও দাতের সেবা চরম অবহেলা ও হুমকির মুখে’


দেশের মানুষ মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে দাঁতের চিকিৎসা অবকাঠামো চরম সংকটে রয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে প্রয়োজনীয় ডেন্টাল সার্জনের পদ না থাকায় জনগণ পায় না সঠিক ও সময়োপযোগী চিকিৎসা। এ অবস্থায় মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য:

  • ৪৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নতুন ডেন্টাল সার্জন নিয়োগ

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি এবং জেলা সদর হাসপাতালে ৮টি করে ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি

  • বিভাগীয় পর্যায়ে ডেন্টাল কলেজ স্থাপন

  • ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে।

  • রাজশাহী, চট্টগ্রামসহ সকল ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে।
  • সর্বোপরি, মুখ ও দাঁতের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক, বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুনসহ শতাধিক ডেন্টাল সার্জন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত