Homeজাতীয়সুফিউর রহমানের দায়িত্ব পরিবর্তন হতে পারে

সুফিউর রহমানের দায়িত্ব পরিবর্তন হতে পারে


গত ২০ এপ্রিল কূটনীতিক মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এর একমাস পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলছেন, সুফিউর রহমানের দায়িত্ব পরিবর্তন হতে পারে।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে নিয়োগ দেওয়ার পরে তিনি কাজ করছেন না– এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২১ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না।’

সুফিউর রহমানকে প্রধান উপদেষ্টার দফতর থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এরপর যোগ দিতে কোনও সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যোগ দিতে কোনও সমস্যা নেই। এ বিষয়ে আরও কিছু চিন্তা-ভাবনা চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনকিছু।’

উল্লেখ্য, কূটনীতিক মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক মাসেরও বেশি সময় মন্ত্রণালয়ে অফিস করতে পারেননি তিনি। একই ধরনের আদেশপ্রাপ্ত অন্য প্রতিমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, যেমন— খোদা বকশ চৌধুরী, সায়েদুর রহমান বা এম আমিনুল ইসলাম স্ব স্ব মন্ত্রণালয়ে অফিস করলেও সুফিউর রহমানকে অফিস করতে না দেওয়ার বিষয়ে বাধা তৈরি করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত