Homeপ্রবাসের খবরবিয়ের অল্পদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা

বিয়ের অল্পদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা


বিয়ের অল্পদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ঘটককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক যুবক। অভিযুক্তের নাম মুস্তফা (৩০) ও নিহত ঘটকের নাম সুলেমান (৫০) বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। সেখানে আট মাস আগে সুলেমানের মাধ্যমে শাহিনাজ নামের নারীর সঙ্গে বিয়ে হয় মুস্তফার। কিন্তু ওই বিয়ে বেশি স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এর পর পিতা-মাতার কাছে চলে যান শাহিনাজ। এর পরিপ্রেক্ষিতে মুস্তফা ও সুলেমানের মাঝে উত্তেজনা দেখা দেয়।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সুলেমানকে ফোন করে মুস্তফা। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি সুরাহার জন্য দুই ছেলে রিয়াব ও সিয়াবকে নিয়ে মুস্তফার বাড়িতে যান সুলেমান। ছেলেদেরকে বাইরে রেখে মুস্তফার সঙ্গে ঘরের ভেতর আলাপ করেন তিনি। তবে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। ছেলেদেরকে নিয়ে যখন মুস্তফার বাড়ি ত্যাগ করবেন এমন সময় বাইরে এসে হুমকি দিতে থাকে অভিযুক্ত। এক পর্যায়ে তিনি সুলেমানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুলেমান।

এরপর তার দুই ছেলেকেও আক্রমণ করে মুস্তফা। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা রাত ১১ টার দিকে সুলেমানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে এর আগেই মারা যান তিনি। ম্যাঙ্গালুরু গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মুস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে মুস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত