Homeখেলাধুলাসৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব

সৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব

[ad_1]

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার বিব্রতকর রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। এবার সেই জায়গাটিও দখলে নিলেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরার মধ্য দিয়ে সাকিব গড়েছেন নতুন এক রেকর্ড—টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩২ বার শূন্য রানে আউট হওয়ার ‘অবিস্মরণীয়’ কীর্তি!

পিএসএলে সাকিবের এই পরিসংখ্যান যেমন হতাশাজনক, তেমনি চোখে আঙুল দিয়ে দেখায় তার সাম্প্রতিক ব্যাটিং দুর্বলতাও। শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র দুই বল খেলে টাইমাল মিলসের বলে ক্যাচ তুলে ফিরেছেন রানের খাতা না খুলেই। আর বল হাতে তিন ওভারে দিয়েছেন ২৭ রান, উইকেটশূন্য।

৩২টি ডাক নিয়ে এখন বাংলাদেশের শীর্ষে অবস্থান করছেন সাকিব, ৩১টি ডাক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সৌম্য সরকার। তালিকার নিচে আরও আছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) এবং মুশফিকুর রহিম (১৯)।

বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য এই তালিকায় এখনো শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, যার নামের পাশে ৪৮টি ডাক। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩), এবং জেসন রয়ের নামও রয়েছে এই দলে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ১৮ মে অভিষেক ম্যাচে মাঠে নামেন সাকিব। ওই ম্যাচেও আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান তিনি। ম্যাচে বোলিংয়েও ছিলেন নিষ্প্রভ—দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটহীন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট পেলেও, ব্যাট হাতে সুযোগই পাননি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স যতই খারাপ হোক, তার দল লাহোর কালান্দার্স ঠিকই জায়গা করে নিয়েছে এবারের পিএসএলের ফাইনালে। সেখানে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং বড় অবদান রাখে। কিন্তু সাকিবের অবদান বরং নেতিবাচক হিসেবেই জায়গা করে নিয়েছে পরিসংখ্যানের খাতায়।

ব্যর্থতার এই দুঃসহ ধারা থেকে সাকিব কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক হয়ে সৌম্যকে একটু স্বস্তি দিয়েছেন তিনি!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত