Homeজাতীয়শুভ জন্মদিন রদ্রিগো ডি পল

শুভ জন্মদিন রদ্রিগো ডি পল


‘লড়াই তাঁর জীবনের মন্ত্র, মাঠেই তাঁর পরিচয়,
বল কেড়ে নেয় দক্ষ পায়ে, প্রতিপক্ষ হয় ক্ষয়।
শাণিত গতিতে ছুটে চলে, গোলে করে আঘাত,
তাঁর নামেই জমেছে আজ, ফুটবলের এই প্রবাদ।’
২৪ শে মে আর্জেন্টাইন ভক্তদের কাছে একটু বিশেষই মনে হতে পারে। তাদের মিডফিল্ড মায়েস্ট্রো রদ্রিগো ডি পলের জন্মদিন যে! আর্জেন্টাইন এই প্রাণভোমরা অ্যাটলেটিকো মাদ্রিদেও মাঝমাঠের অপ্রতিরোধ্য সেনাপতি। 

৩১ বছর বয়সী এই ফুটবলার নিজের গতির সাথে অসাধারণ ফুটবল প্রতিভা দিয়ে বিশ্ব ফুটবলে নিজের এক আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এই মিডফিল্ডার শুধু গোল করা নয়, প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল কেড়ে নেওয়া, সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা, খেলার প্রতিটি ছন্দে তিনি যেন এক অনন্য শিল্পী। নিখুঁত বল নিয়ন্ত্রণ, গতি আর ক্ষুরধার মস্তিষ্ক – এই ত্রয়ীর মিশেলে তিনি প্রতিপক্ষের জন্য হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক।

দুঃসময় পেরিয়ে আর্জেন্টিনার সোনালী অধ্যায়ের সূচনার অন্যতম কারিগর ডি পল।  ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ এ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ রড্রিগো ডি পল। মাঠে লিওনেল মেসির বডিগার্ড বলা হয় পলকে। মাঠ জুড়ে মেসিকে স্বাচ্ছন্দ্য দিতে এবং তাঁর সেরাটা বের করে আনতে ডি পলের ভূমিকা অনস্বীকার্য। হার্ড ট্যাকল, লড়াকু মনোভাব এবং প্রতিপক্ষের মোমেন্টাম ভেঙে দেওয়ার ক্ষমতা তাকে আর্জেন্টিনার মাঝমাঠের এক নির্ভরযোগ্য খুঁটিতে পরিণত করেছে।

২০২১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ডি পল হয়ে উঠেছেন ডিয়েগো সিমিওনের দলেরও এক গুরুত্বপূর্ণ সদস্য। অ্যাটলেটিকোর মাঝমাঠে তাঁর উপস্থিতি দলটিকে আরও শক্তিশালী করেছে। তাঁর পাসিং রেঞ্জ, ড্রিবলিং ক্ষমতা এবং দূরপাল্লার শট নেওয়ার দক্ষতা অ্যাটলেটিকোর প্রাচীরে ভিন্ন মাত্রা দিয়েছে। ফলস্বরূপ লিগে পয়েন্ট টেবিলের তিনে আছে অ্যাটলেটিকো। অ্যাটলেটিকোর রক্ষণাত্মক কৌশলে ডি পলের মতো একজন হার্ডওয়ার্কিং মিডফিল্ডারের আবশ্যকতা সর্বাধিক। পল আক্রমণ এবং রক্ষণ উভয় দিকেই সমান পারদর্শী, যা তাকে একজন পরিপূর্ণ মিডফিল্ডারে পরিণত করেছে।

মাঠে ডি পলের আগ্রাসী মনোভাব এবং আবেগপ্রবণতা তাকে অনেক সময় সমালোচনার মুখে ফেললেও, এটিই তার ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা। যা তাকে আর্জেন্টিনা ছাড়িয়ে আন্তর্জাতিক ডি পল করেছে। পল শুধু একজন ফুটবলার নন, তিনি একজন যোদ্ধা, যিনি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই করে যান।

৩১ বছর বয়সে রদ্রিগো ডি পল তার ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন। সামনে রয়েছে আরও অনেক স্বপ্ন পূরণের হাতছানি। আর্জেন্টিনার হয়ে আরও সাফল্য অর্জন এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে শিরোপা জেতানোই তার প্রধান লক্ষ্য। তার পরিশ্রম হয়তো তাকে সেই সীমানায় পৌঁছে দেবে শিঘ্রই।
শুভ জন্মদিন, রদ্রিগো ডি পল! মাঝমাঠে আপনার জাদু আরও অনেক বছর ধরে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে রাখুক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত