Homeজাতীয়পাক সেনাপ্রধানের ‘ফিল্ড মার্শাল’ উপাধি নিয়ে ইমরান খানের কটাক্ষ

পাক সেনাপ্রধানের ‘ফিল্ড মার্শাল’ উপাধি নিয়ে ইমরান খানের কটাক্ষ


পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হয়েছে দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনীরকে। দীর্ঘ প্রায় ৬ দশক পর এই পদে কাউকে পদোন্নতি দেওয়া হলো। তবে এই পদোন্নতিকে ঘিরে কটাক্ষ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের মন্ত্রিসভা সম্প্রতি এক সিদ্ধান্তে জানায়, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে সফল নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ আসিম মুনীরকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের ইতিহাসে কেবল একজনই এই পদে অধিষ্ঠিত ছিলেনসেনা শাসক জেনারেল আইয়ুব খান, যিনি ১৯৬৫ সালে এই সম্মান পান।

তবে আসিম মুনীরের এই পদোন্নতিকে ঘিরে কটাক্ষ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের একটি ট্রায়াল কোর্টে আইনজীবী, পরিবার ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশ এখন জঙ্গলের আইনে শাসিত হচ্ছে। আর জঙ্গলে ফিল্ড মার্শাল নয়, রাজার প্রয়োজন হয়।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ইমরান খান আরও লেখেন, “মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনীর এখন ফিল্ড মার্শাল। তবে তার জন্য ‘রাজা’ উপাধিই বেশি মানানসই। কারণ দেশ এখন জঙ্গলের আইনে শাসিত হচ্ছে।”

এ সময় সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলেও দাবি করেন ইমরান খান। তিনি বলেন, ‘আমার সঙ্গে সরকারের কোনো চুক্তি হয়নি। কোনো আলোচনা চলছে না। এসব ভিত্তিহীন গুজব।’

তবে তিনি সামরিক প্রতিষ্ঠানকে সরাসরি আলোচনার আহ্বান জানান। ইমরান খান বলেন, ‘যদি সত্যিই পাকিস্তানের ভবিষ্যৎ ও স্বার্থ নিয়ে চিন্তিত হন, তবে সামনে এসে কথা বলুন।’

তিনি আরও বলেন, ‘দেশ এখন সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সংকট ও বিদেশি হুমকির সম্মুখীন। ইসলামাবাদকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমি কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনো চাই না।’

 

সূত্র: দ্য ডন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত