Homeবিনোদনঅ্যাশেজের টানা কনসার্ট | কালবেলা

অ্যাশেজের টানা কনসার্ট | কালবেলা

[ad_1]

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। এ মাস শেষে টানা ছয় দিন কনসার্ট করবে দলটি। নিজেদের কনসার্ট ব্যস্ততা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয়। তিনি বলেন, ‘দেশ ও দেশের বাইরে আমাদের অনেক কনসার্ট বেড়েছে। যার জন্য অ্যাশেজ ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় এ মাসে দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করেছি আমরা। এ ছাড়া মাসের শেষের ছয় দিন রয়েছে টানা কনসার্ট। তার মধ্যে ৩১ মে অ্যাশেজ ভক্তদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ কনসার্ট ছাড়াও নতুন গান নিয়ে অ্যাশেজ এখন ব্যস্ত সময় পার করছে।

সবশেষ ব্যান্ডটি ঢাকার মিরপুরে কনসার্ট করে। এরপর আগামীকাল (সোমবার) তাদের কনসার্ট রয়েছে। যার স্থান এখনো ঠিক হয়নি, ২৭ মে যশোর, ২৮ মের স্থানও ঠিক হয়নি ২৯ মে আবারও যশোর, ৩০ মের স্থানও ঠিক হয়নি আর ৩১ মে রয়েছে সারপ্রাইজ।

২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছারপোকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্য: জুনায়েদ ইভান (ভোকাল), তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত