Homeখেলাধুলাহামজাদের ম্যাচের টিকিট ঘিরে হাহাকার, ভরসা দিচ্ছেন বাফুফে সভাপতি

হামজাদের ম্যাচের টিকিট ঘিরে হাহাকার, ভরসা দিচ্ছেন বাফুফে সভাপতি

[ad_1]

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঘরের মাঠের ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের এই লড়াইকে কেন্দ্র করে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ উত্তেজনা—বিশেষ করে হামজা চৌধুরী ও সামিত সোমের মতো তারকার আগমনের পর। স্টেডিয়ামে ম্যাচ দেখার আগ্রহ এতটাই তুঙ্গে যে, টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে স্টেডিয়ামের ধারণক্ষমতাকেও।

শনিবার রাতে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই অনলাইনে টিকিট বিক্রি শুরু করে। কিন্তু বিক্রির শুরুতেই ঘটে বিপত্তি। মাত্র তিন ঘণ্টার মধ্যে সাইবার আক্রমণের শিকার হয় সাইটটি, যার ফলে টিকিট বিক্রির প্রক্রিয়া স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (২৬ মে) সকালে পল্টন ময়দানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কুল-মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ ব্যাপারে জানান কয়েকটি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হওয়ায় সাইট ডাউন হয়ে যায়। তিনি ভুল স্বীকার করে জানান আজ (সোমবার) রাত ১০টা থেকে সীমিত পরিসরে টিকিট বিক্রি আবার শুরু হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন ১৮,৩০০। ক্লাব হাউস ও ভিআইপি মিলিয়ে আরো প্রায় ৪ হাজার। অর্থাৎ সর্বোচ্চ ২২ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন মাঠে। তবে বাস্তবতা হলো, বর্তমান উত্তেজনায় টিকিট চাহিদা কয়েকগুণ বেশি। এ নিয়ে তাবিথ জানান বহু সমর্থক স্টেডিয়ামের বাইরে থাকবেন। এটাকে বাস্তবতা বলেন তিনি। তিনি বাইরে থাকা সমর্থকদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করবেন বলে জানান। এছাড়াও আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন তৈরি করা হয়েছেও বলে জানান তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার তারকা হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তির পর থেকেই ভিন্নরকম প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে দেশের ফুটবলে। তবে বাফুফে সভাপতি এটিকে হঠাৎ কোনো ঘটনা বলে মানতে নারাজ। তার ভাষায়, “আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করছি। পুরুষ দল ছাড়াও নারী দল, কোচিং, রেফারিং, টেকনিক্যাল বিভাগে একসঙ্গে উন্নয়ন হচ্ছে।”

বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। চার দলেরই এক পয়েন্ট, গোল ব্যবধানও শূন্য। এক কথায়, একেবারে সমানে সমান। ফলে সিঙ্গাপুর ম্যাচ হয়ে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়নশিপের টার্নিং পয়েন্ট।

তাবিথ বলেন, আমি বিশ্বাস করি, এখনো আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। এই ম্যাচের পরই পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন আসবে। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আমরা খুবই আশাবাদী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত