Homeবিনোদনভয়ালরূপে কাজল | কালবেলা

ভয়ালরূপে কাজল | কালবেলা

[ad_1]

বলিউড তারকা কাজল এবার হাজির হচ্ছেন ভিন্ন এক অবতারে। তার অভিনীত প্রথম হরর থ্রিলার সিনেমা ‘মা’-র মোশন পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। এতে দেখা যাচ্ছে, এক ভয়ঙ্কর দানবিক শক্তির মুখোমুখি হচ্ছেন তিনি।

‘মা’ সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া এবং চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াডরাস। ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজলকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়, যিনি নিজের সন্তানকে রক্ষা করতে লড়াইয়ে নামেন এক ভয়ংকর অপশক্তির বিরুদ্ধে।

সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে সাসপেন্স আর ভয় দুটোই আছে। সিনেমাটি করতে গিয়ে আমিও ভয় পেয়েছিলাম।’

সিনেমাটিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। প্রযোজনা করেছেন অজয় দেবগন। হিন্দি ছাড়াও সিনেমাটি বাংলা, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। চলচ্চিত্রটি ২৭ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ৩০ মে প্রকাশ পাবে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত