Homeদেশের গণমাধ্যমেপিলারে বেঁধে নির্যাতন, উবাচ মারমার ছয় মাসের কারাদণ্ড

পিলারে বেঁধে নির্যাতন, উবাচ মারমার ছয় মাসের কারাদণ্ড

[ad_1]

হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাঙামাটির রাজস্থলী উপজেলার সাবেক চেয়ারম্যান উবাচ মারমাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) দুপুরে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আসিফ এ রায় দেন।

মামলা থেকে খালাস দেওয়া হয়েছে গাইন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুচিমং মারমা, স্থানীয় হেডম্যান উথিন চিং মারমা ও স্থানীয় দোকানি সঞ্জয় বণিককে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম। কালবেলাকে তিনি বলেন, সনাতন ধর্মের ব্যবসায়ী যীশু সাহাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। পাশাপাশি ২০ লাখ টাকা না দিলে তাকে গুম করে করে ব্যবসা-বাণিজ্য দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ে ঘটনাটি ঘটে। পরে ২৭ ফেব্রুয়ারি রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী যীশু সাহা চারজনের বিরুদ্ধে মামলাটি করেন।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী জীবন চাকমা বলেন, এ রায়ে আমরা মোটেও সন্তুষ্ট নই। তাৎক্ষণিক জামিনের আবেদন করা হয়েছে। আদালত আগাম জামিন মঞ্জুর করেছেন। এ রায়ের বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি যীশু সাহাকে একটি চিঠি দেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। সেখানে বলা হয়, তার বিরুদ্ধে সঞ্জয় বণিক ও সাজু বণিক নামে দুই ব্যক্তি একটি অভিযোগ করেছেন। সে অভিযোগ নিষ্পত্তির জন্য ৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে একটি জরুরি সভা ডাকা হয়। সে সময় যীশু সাহা জরুরি কাজে ব্যস্ত ছিলেন। বিষয়টি তাদের জানানোও হয়।

পরদিন ৬ ফেব্রুয়ারি বেলা সোয়া ১১টায় উপজেলা চেয়ারম্যানের ভবনের বৈঠকখানায় সবাই মিলিত হন। ঘটনাস্থলে যীশু সাহা উপস্থিত হওয়া মাত্রই উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর অকথ্য ভাষায় গালমন্দ করেন।

একই নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা ও ২৩২৮ নম্বর মৌজার হেডম্যান উথিন চিং মারমাকে। তারা সবাই মিলে যীশুকে পিলারের সঙ্গে বেঁধে বেদম প্রহার করেন। পরে তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। বলা হয়, এই টাকা না দিলে যীশু সাহাকে গুম করা হবে; জবরদখল করা হবে তার ব্যবসা-বাণিজ্য।

এর আগে ২০২৪ সালের ১৫ মার্চ কালবেলায় ‘উবাচ-পুচিমং বাহিনীর হাতে জিম্মি পাহাড়ি বাঙালিরা’ শীর্ষক একটি সংবাদ প্রচার হয়েছিল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত