Homeবিনোদনপ্রকাশ হবে পিনিকের ট্রেলার | কালবেলা

প্রকাশ হবে পিনিকের ট্রেলার | কালবেলা

[ad_1]

নির্মাতা জাহিদ জুয়েল ঈদুল আজহায় মুক্তি দিতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘পিনিক’। শিগগিরই সিনেমাটির ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে এর প্রচার, যা নিয়ে জুয়েল বলেন, “ট্রেলার প্রকাশের মাধ্যমেই আমরা পিনিকের প্রচার শুরু করব। আশা করছি, ট্রেলার দেখেই দর্শক সিনেমাটি দেখার আগ্রহ পাবেন। কারণ এর গল্প ও আদর-বুবলীকে এমন লুকে আগে কখনোই দেখা যায়নি। আমি আশাবাদী ঈদে মুক্তির তালিকায় সিনেমাগুলোর মধ্যে আমাদের ‘পিনিক’ অনেক এগিয়ে থাকবে।”

এ সময় নির্মাতা আরও বলেন, ‘‘‘পিনিক’ আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়; এটি একটি অনুভূতি, যা আমি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটি এমন একটি গল্প, যা অ্যাকশন, রোমান্স, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক থ্রিল—সবকিছু একসঙ্গে মিশিয়ে তৈরি। ‘পিনিক’ একদম সময়োপযোগী সিনেমা।”

‘পিনিক’ সিনেমায় আদর আজাদ ও শবনম বুবলী ছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, শিমুল খান, মাসুম বাশার, সেতু, শরীফ সিরাজ, সীমান্ত, মিতুল, নাফিস আহমেদসহ অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত