Homeখেলাধুলাফ্লোরিডায় ছেলেদের হাতে ট্রফি দেখে মেসির মুখে হাসি

ফ্লোরিডায় ছেলেদের হাতে ট্রফি দেখে মেসির মুখে হাসি

[ad_1]

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নামগুলোর একটি, লিওনেল মেসি, এবার নিজে কোনো গোল করে নয়, বরং বাবা হিসেবে পেলেন এক অনন্য সাফল্যের স্বাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ড্রিমস কাপের ফাইনালে ইন্টার মায়ামি একাডেমির হয়ে ট্রফি জিতেছে মেসির দুই ছেলে—থিয়াগো ও সিরো।

ফ্লোরিডার রোদের নিচে দাঁড়িয়ে হাসিমুখে হাততালি দিচ্ছিলেন মেসি, পাশে ছিলেন স্ত্রী অ্যান্টোনেলা। ছেলেদের হাতে ট্রফি উঠতেই উচ্ছ্বাস যেন লুকানো গেল না আর্জেন্টাইন মহাতারকার। এ দৃশ্য যেন ছিল ছোটদের ম্যাচে এক বিশ্বকাপ জয়ের আনন্দ।

মেসির ছেলেরা যে ফুটবলবীরের রক্ত বইয়ে বেড়াচ্ছে, সেটাই যেন প্রমাণ করল এবারের জয়। ড্রিমস কাপ হলো এমন এক টুর্নামেন্ট যেখানে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশের সেরা একাডেমি দলগুলো অংশ নেয়। সেখানে সাফল্য পাওয়া মোটেই সহজ নয়।

এটাই প্রথমবার নয়, এর আগেও থিয়াগো ও সিরো একাডেমি পর্যায়ে ট্রফি জিতেছে, কিন্তু এবার বাবা নিজ চোখে দেখলেন সেই মুহূর্ত।

অন্যদিকে, ইন্টার মায়ামির মূল দল অনেক ম্যাচ ধরে জয়হীন, এবং সেই ধারা ভাঙতে বুধবার মন্ট্রিয়লের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। তবে তার আগে এমন পারিবারিক মুহূর্ত নিশ্চয়ই তাকে নতুন প্রেরণা দেবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত