Homeখেলাধুলাযে কারণে নেইমারকে বাদ দিয়েছেন আনচেলত্তি

যে কারণে নেইমারকে বাদ দিয়েছেন আনচেলত্তি

[ad_1]

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই বড় চমক দিলেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম স্কোয়াড ঘোষণায় জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। তবে বাদ দেওয়া মানেই যে তাকে ছেঁটে ফেলা—তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন এই ইতালিয়ান কিংবদন্তি।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের কোচ হয়েছেন আনচেলত্তি। নতুন দায়িত্বের শুরুতেই তাকে দল ঘোষণা করতে হয় ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের জন্য। আর এই স্কোয়াড থেকেই ছিটকে গেছেন নেইমার জুনিয়র।

ইনজুরি থেকে ফিরেই আবারও মাঠে নামলেও এখনও পুরো ফিট নন নেইমার। মাঠের পারফরম্যান্সে তার নামের পাশে নেই সেই আগের ধারাবাহিকতা। সেই কারণেই আপাতত তাকে বিশ্রামে রাখছেন আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এই স্কোয়াডে আমি এমন ফুটবলারদের নিয়েছি যারা বর্তমানে ভালো ছন্দে আছে। নেইমার সদ্য চোট থেকে ফিরেছে। আমরা সবাই জানি সে কতটা মানসম্পন্ন খেলোয়াড়, আর আমরা ওর ওপর ভরসা রাখছি।’

দীর্ঘমেয়াদি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এই সময়ে তার পেশাদার ও ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে নানা বিতর্ক। তবে সান্তোসে ফিরে মাঠে ফেরার পর আশার আলো দেখিয়েছেন নেইমার। কিন্তু আনচেলত্তি চাইছেন, পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত জাতীয় দলের চাপ থেকে মুক্ত রাখতেই।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আনচেলত্তি তাকে বাদ দিয়ে দূরে ঠেলেননি, বরং পরিকল্পনার কেন্দ্রে রেখেছেন। বিশ্বকাপ অভিযানের জন্য তাকে ‘মূল অস্ত্র’ হিসেবেই ধরে রাখছেন ইতালিয়ান এই কৌশলবিদ।

নতুন কোচ, নতুন স্কোয়াড, তবে পুরনো তারকাদের প্রতি সম্মান রেখে এগোতে চান আনচেলত্তি। নেইমারকে নিয়ে তার পরিকল্পনা এটিই জানান দেয়—দল থেকে বাদ মানেই দলের বাইরে নয়। বরং পরিপূর্ণ প্রস্তুতির অপেক্ষা।

নতুন কোচিং স্টাফ ও তরুণদের নিয়ে গড়া ব্রাজিল স্কোয়াড এখন নতুন অধ্যায়ের শুরুতে। সময় বলবে, সেই অধ্যায়ে নেইমার আবারো জ্বলে উঠবেন কি না। তবে কোচের বিশ্বাস—নেইমার এখনও ‘সেলেসাও’র অন্যতম বড় আশার আলো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত