Homeবিনোদনরাইসার ‘সন্ধ্যা নেমে আসুক’

রাইসার ‘সন্ধ্যা নেমে আসুক’



ঈদ উপলক্ষে প্রকাশ হলো তারেক আনন্দের কথায় রাইসা খানের কণ্ঠে ‘সন্ধ্যা নেমে আসুক’ গানের মিউজিক ভিডিও। ‘আমার চঞ্চলও মন উড়ছে আজ বসন্তের হাওয়ায়/উতলা হয়ে দেখছি তোমায় ভর দুপুর বেলায়/তোমার মিষ্টি কথায় প্রাণটা আজ ভিজুক/থাকো পাশে বসে সন্ধ্যা নেমে আসুক…। এমন রোমান্টিক কথায় সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। প্রকাশ হয়েছে রাইসা খানের ইউটিউব চ্যানেল থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা।

রাইসা খান বলেন, সুন্দর কথা ও সুরের গান। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে অনেক গান করেছি। গানের কথা পাওয়ার পর মিষ্টি একটি সুর করার চেষ্টা করেছি। রাইসা ভালো গেয়েছে। শ্রোতারা গানটি পছন্দ করবেন।

গীতিকার তারেক আনন্দ বলেন, আমার কথার আরও একটি ভালো গান সৃষ্টি হলো। ভালো কথার গান যখন সুন্দর হয়ে যায়, তখন অন্যরকম প্রশান্তি কাজ করে। গানটি শুনতে পারেন একবার। ভালো লাগতে পারে আপনাদের।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত