Homeদেশের গণমাধ্যমেঅবিলম্বে শপথ পড়ানোর ব্যবস্থা নিতে হবে, নইলে আরও আন্দোলন: ইশরাক

অবিলম্বে শপথ পড়ানোর ব্যবস্থা নিতে হবে, নইলে আরও আন্দোলন: ইশরাক

[ad_1]

সরকার একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হয়েছে বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে ৩০০ জন এমপিকে শপথ পড়াতে কীভাবে তারা কার্যকর উদ্যোগ নেবে। এটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।’

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ঢাকার নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থকেরা। ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টির মধ্যেও কর্মসূচি পালন করেন তাঁরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে কর্মসূচিতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীদের বড় একটি অংশ যুক্ত আছেন।

অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন ইশরাক। তিনি বলেন, ‘আপনারা শপথ নিয়ে যে টালবাহানা করেছেন, তারই পরিপ্রেক্ষিতে টানা দুই সপ্তাহ নগর ভবনের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এটার কোনো এখতিয়ার আপনাদের নাই। নির্বাচন কমিশন ঘোষণা দেওয়ার পর আপনাদের উচিত ছিল, শপথ গ্রহণের অনুষ্ঠান শেষ করা। যেহেতু আগে এটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের নির্দেশনাটা আপনাদের ওপর এমনিতেই বর্তায়। যত দ্রুত সম্ভব শপথ অনুষ্ঠান সম্পন্ন করবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার অভিযোগ চলে আসবে।’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত