Homeদেশের গণমাধ্যমেবিরুলিয়ায় মাহামুদুল হাসান আলাল চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

বিরুলিয়ায় মাহামুদুল হাসান আলাল চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

[ad_1]

সাভার উপজেলার বিরুলিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে আজ সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম মাহামুদুল হাসান আলাল চেয়ারম্যানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছোট ভাই ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক দুইবারের সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি ডালিম হোসেন, এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিশালসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি মরহুম মাহামুদুল হাসান আলাল চেয়ারম্যানের প্রতি জনগণের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে।

দোয়া ও মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর অবদান স্মরণ করে বিভিন্ন নেতৃবৃন্দ আবেগঘন বক্তব্য প্রদান করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত