Homeখেলাধুলাম্যানইউ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজ! | কালবেলা

ম্যানইউ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজ! | কালবেলা

[ad_1]

ইংলিশ প্রিমিয়ার লিগের একসময়ের প্রবল প্রভাবশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আরও একটি হতাশাজনক মৌসুম, আর তারই জের ধরে এবার বিদায়ঘণ্টা বাজতে পারে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, ব্রুনোর এজেন্ট মিগুয়েল পিন্টো ইতোমধ্যেই সৌদি আরবের ক্লাব আল-হিলাল–এর সঙ্গে আলোচনায় বসেছেন। প্রস্তাবটা তুচ্ছ নয়—তিন বছরে করমুক্ত ২০০ মিলিয়ন ইউরোর চুক্তি, যা সপ্তাহপ্রতি প্রায় ৭০০,০০০!

আল-হিলাল কর্তৃপক্ষ নাকি ব্রুনোকে ‘টেক ইট অর লিভ ইট’ ধাঁচের চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। তিন দিনের মধ্যে তাকে জানাতে হবে, তিনি রিয়াদের পথে রওনা দেবেন কিনা। ক্লাব বিশ্বকাপের আগেই সব কিছু গুছিয়ে ফেলতে চায় সৌদি জায়ান্টরা।

শুধু ব্রুনোর পারিশ্রমিক নয়, ম্যানইউকেও প্রস্তাব দেওয়া হয়েছে ১০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি—যা তাদের একজন মূল খেলোয়াড়কে ছাড়তে রাজি করাতে যথেষ্ট হতে পারে।

৩১ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার সম্প্রতি বলেন, ‘যদি ক্লাব মনে করে, এখন বিদায়ের সময় এসেছে কারণ তারা আমাকে বিক্রি করে অর্থ সংগ্রহ করতে চায়—তাহলে সেটাই হবে।’

এই মন্তব্যেই পরিষ্কার ইঙ্গিত মিলছে, ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি হয়তো আর মূলধারায় নেই।

সৌদি প্রো লিগে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাফল্যের পর অনেক ইউরোপীয় তারকাই সেখানে পাড়ি জমাচ্ছেন। ব্রুনো যদি আল-হিলালের প্রস্তাবে সম্মতি দেন, তবে তিনি হবেন রোনালদোর পর আরেকজন বড় পর্তুগিজ নাম, যিনি সৌদি লিগের আর্থিক চক্রে ঢুকে পড়বেন।

২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম স্থান আর ইউরোপা লিগ ফাইনালে হারের পর নতুন কোচ রুবেন আমোরিম স্কোয়াড ঢেলে সাজাতে চান। সেই প্রক্রিয়ায় তহবিল সংগ্রহের জন্য ব্রুনোকে বিক্রি করা হতে পারে।

সময়ের কাঁটা চলছে—মাত্র ৭২ ঘণ্টা বাকি ব্রুনোর সিদ্ধান্ত জানাতে। যদি আল-হিলালের পথে পা বাড়ান, তাহলে সেটা হবে ইউরোপ ছাড়ার একটি যুগান্তকারী সিদ্ধান্ত—আর ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শুরু হবে নতুন অধ্যায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত