Homeখেলাধুলাবিসিবিতে নেতৃত্বের পালাবদল, বিকেলেই নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের সম্ভাবনা

বিসিবিতে নেতৃত্বের পালাবদল, বিকেলেই নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের সম্ভাবনা

[ad_1]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের বড় রদবদলের ঘণ্টা বেজে উঠেছে। মাত্র ৯ মাস আগে সভাপতি পদে বসা ফারুক আহমেদের অধ্যায় শেষের পথে, আর আজ শুক্রবার (৩০ মে) বিকেলেই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির ৯ পরিচালকের মধ্যে ৮ জন বুধবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) লিখিতভাবে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। একই দিন রাতে এনএসসি তার কাউন্সিলর মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়। বিসিবি পরিচালনা পর্ষদও জরুরি অনলাইন সভায় এই পরিবর্তন অনুমোদন করে।

বিসিবির একজন জ্যেষ্ঠ পরিচালক দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সব পরিচালকের উপস্থিতিতে কাউন্সিলর পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। পরবর্তী ধাপ হলো সভাপতির নাম ঘোষণা, যা আজ বিকেলের সভাতেই হতে পারে।’

প্রসঙ্গত, বিকালেই বিসিবির পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক সভা ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই আমিনুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে, যার মেয়াদ চলবে অক্টোবর পর্যন্ত—নির্বাচনের পূর্ব পর্যন্ত।

সাম্প্রতিক বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে দেখা দেওয়া অস্থিরতা এবং এনএসসি গঠিত তদন্ত কমিটির রিপোর্টে বিসিবিতে ‘সামগ্রিক অব্যবস্থাপনার’ জন্য সভাপতিকেই দায়ী করা হয়। এসব মিলিয়েই ফারুকের বিদায়ের পথ প্রশস্ত হয়।

উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার রাতের জরুরি অনলাইন সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন, যিনি এর আগে অনাস্থা চিঠিতে স্বাক্ষর না করলেও ফারুকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

যদি আজ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে দায়িত্ব নেন, তবে তা হবে একটি অন্তর্বর্তী দায়িত্ব, শুধুমাত্র নির্বাচন পর্যন্ত। বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে, যেখানে নতুন বোর্ড গঠিত হবে পূর্ণ মেয়াদের জন্য।

আন্তর্জাতিক অঙ্গনে আইসিসি’র ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করা আমিনুল ইসলামকে অনেকেই ক্রিকেটের প্রশাসনিক মডেল হিসেবেই দেখছেন।
তার প্রতি ভরসা রাখছে সরকার, বোর্ড এবং সমর্থকেরাও—যিনি মাঠেও ছিলেন নেতৃস্থানীয়, এবার সম্ভবত বোর্ডরুমেও হাল ধরতে চলেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত