Homeদেশের গণমাধ্যমেঢাকায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে গতি এসেছে

ঢাকায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে গতি এসেছে

[ad_1]

টানা ভারী বৃষ্টিপাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে সমন্বয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ মে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। 

এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কার্যক্রম শুরু হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর পরামর্শে এ উদ্যোগ নেয় স্থানীয় সরকার বিভাগ।

শুক্রবার (৩০ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কক্ষে এ পর্যন্ত দক্ষিণ সিটি এলাকা থেকে ১৯টি ও উত্তর সিটি এলাকা থেকে ৪২টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অধিকাংশ অভিযোগের সমাধান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বিষয়ে দ্রুততার সঙ্গে কার্যক্রম চলমান রয়েছে।

জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষটি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে। নগরবাসী যে কেউ জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যা নিয়ে নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হটলাইন: ০১৭৩৩৯৮২৪৮৬, ০১৯৬৬৭২৫৯১১, +৮৮০৯৬০২-২২২৩৩৩।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হটলাইন: ০১৫৩৪৬৬৪৪৪০, ০১৯৪২৮৩১৪৪৯, ০১৭০৯৯০০৪৪৪।

এর পাশাপাশি চট্টগ্রাম মহানগরীতেও জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম জোরদার করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত প্রচেষ্টায় সেখানে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন সূত্র।

শুক্রবার বিকেলে  স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী নিয়ন্ত্রণ কক্ষ ও জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিক সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমানসহ উভয় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরইমধ্যে যেসব এলাকায় জলাবদ্ধতা দূর করা হয়েছে:

উত্তর সিটি করপোরেশন: মিরপুর-১০, কালশি, ভাষানটেক, খিলক্ষেত, নাখালপাড়া, কাজিপাড়া, শেওড়াপাড়া, শাহ আলী, বাউনিয়া, সাতারকুল, ভাটারা, উত্তরখান, উত্তরা (সেক্টর ১, ৬, ১২, ১৩), এয়ারপোর্ট এলাকা।

দক্ষিণ সিটি করপোরেশন: ধানমন্ডি-২৭, গ্রিন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, কলাবাগান, নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, বেইলি রোড, মগবাজার, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল, গুলিস্তান ও সচিবালয় এলাকা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত