Homeজাতীয়জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় উঠলো: প্রেস সচিব

জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় উঠলো: প্রেস সচিব

[ad_1]

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আজ জাপানের সঙ্গে আমাদের যে বিদ্যমান সম্পর্ক, এটা এক নতুন উচ্চতায় উঠলো। এক অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হলো, এর পরপর জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ একটি মিটিং হলো। জাপান থেকে বাংলাদেশ ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার পাচ্ছে। ফলে আমরা যে অর্থনীতিক পুনুরুদ্ধারের মধ্যে আছি, তাতে এটি আমাদের সহায়তা করবে।’

শুক্রবার (৩০ মে) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে, জাপান বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় বন্ধুত্ব করতে চায়। জাপান বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল বোট দিচ্ছে। বৈঠকে ৬টি সমঝোতা স্বারকও সই হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রিক সাইকেল ফ্যাক্টরি স্থাপনের। জাপান বলছে, তারা বাংলাদেশকে সর্বত্র সহায়তা করবে। আমাদের নির্বাচনি কাজেও জাপান সহায়তা করবে। এখানে কিছু কিছু ইস্যু আছে, সেখানে আমরা সহায়তা চেয়েছি। তারা জানিয়েছে যে, তারা আমাদের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। তিনি প্রবাসীদের কাছ থেকে অনেক বক্তব্য শুনলেন। অনেকে তাকে লিখিতভাবেও জানিয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত