[ad_1]
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:২২, ৩১ মে ২০২৫
আপডেট: ১৮:২৩, ৩১ মে ২০২৫

ফাইল ফটো
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো পাঁচ জন নিখোঁজ রয়েছেন। এর আগে, বেলা ৩টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ৪ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার ভাসানচর থেকে হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ৭ থেকে ৮ কিলোমিটার দূরে যাওয়ার পরই করিমবাজার সংলগ্ন ডুবারচরে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর ৩৩ জনকে জীবিত ও এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো পাঁচ জন। কোস্ট গার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/সুজন/রাজীব
[ad_2]
Source link