Homeদেশের গণমাধ্যমেঢাকার বাইরে হবে বিসিবির অফিস, প্রথম দিনে বুলবুল যা করলেন

ঢাকার বাইরে হবে বিসিবির অফিস, প্রথম দিনে বুলবুল যা করলেন

[ad_1]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পরদিনই সাবেক এই ক্রিকেটার নিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের প্রথম আনুষ্ঠানিক পরিচালনা পর্ষদের সভা। প্রায় সাড়ে তিন ঘণ্টার লম্বা এই সভায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন তিনি। বিপিএলের সর্বশেষ আসরের নানা অনিয়ম থেকে শুরু করে ভবিষ্যতের পরিকল্পনাসহ নানা বিষয়ের ওপর গুরুত্ব দেন তারা। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বোর্ডের কর্মপরিকল্পনা তুলে ধরে মিঠু বলেন, ‘দুটো পাইলট প্রজেক্ট হিসেবে আমরা একচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে। ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানিয়ে ডিসেন্ট্রালাইজেশন করবে। যেটা আমাদের অনেক দিনের ইচ্ছে। তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। সুতরাং এটা এই মেইনলি ডিসেন্ট্রালাইজেশন ডেভেলপমেন্ট অফ কোচেস, আম্পায়ার, কিউরেটরস থ্রু ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা স্টার্ট হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে।’

বোর্ডের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সিএফও নিয়োগের পরিকল্পনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা তো কালকে জানেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অলরেডি আমরা কাগজে দিয়ে দিচ্ছি। একটা সিএফও অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। আশা করি ঈদের পর আমরা হয়তো তার ইন্টারভিউ নিতে পারবো।’

বিসিবিকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার কথা বলেছেন বুলবুল। সেটা কীভাবে তা তুলে ধরে মিঠু বলেন, ‘আমরা যদি এখন এই অর্গানাইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছি, কারণ প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস ঐসব লেভেলে যেতে হলে আমাদের এইচআর অফ মানে রিস্ট্রাকচার করতে হয় ক্রিকেট বোর্ড।’

সর্বশেষ বিপিএলের লভ্যাংশ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর  আর্থিক অনিয়ম তুলে ধরে তিনি বলেন, ‘রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে ১২ কোটি ৩৪ লক্ষ ৯০০ টাকা। আমাদের এক্সপেন্ডিচার ইলেভেন ডেটেড বিপিএল এ হয়েছে। এক্সপেন্ডিচার অফ টিকিট সেল, সেল করার জন্যে যেটা হয়েছে ই-টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, ভ্যাট অন টিকিট সেল এন্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে ৫৫ লক্ষ টাকা আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা ৪৫ লক্ষ টাকা ৫, ৬, ৭ নম্বর টিমের সাথে। তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসেছে একচুয়ালি নেট ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর সব পাওয়া-দেনা বুঝে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘বরিশাল হ্যাজ নো পেন্ডিং। আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে। রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। ওরা ক্লিয়ার করলে তারপরে আমাদের পেমেন্টটা দিবো। কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ ডিউ আছে। রাজশাহী তো আছেই। সাথে ঢাকা, খুলনা, চিটাগং এদের সাথে হ্যাঁ? কার কত? এই কাগজটা একচুয়ালি আপডেট করতে হবে। ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা করবো কি আগে দিবো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত