Homeবিনোদনজন্মদিন এলেই মায়ের কথা মনে পড়ে

জন্মদিন এলেই মায়ের কথা মনে পড়ে

[ad_1]

দেশের সংগীতের জনপ্রিয় এক নাম কুমার বিশ্বজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যেসব গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা, আবেগ এখনো ঠিক আগের মতো। পেশাদার শিল্পী হিসেবে তার সংগীত জীবনের শুরু থেকে তিনি একের পর এক মৌলিক গান প্রকাশ করে আসছিলেন। কিছুদিন পূর্ব পর্যন্তও এই ধারাবাহিকতা অব্যাহত ছিল তার; কিন্তু একমাত্র ছেলে নিবিড়ের একটি দুর্ঘটনার কারণে আপাতত গান প্রকাশ থেকে বিরত আছেন কুমার বিশ্বজিৎ। তবে ছেলেকে নিয়ে শঙ্কার মধ্যে থাকলেও এখন কিছুটা শঙ্কামুক্ত কুমার বিশ্বজিৎ।

এরই মধ্যে কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফেরার প্রস্তুতিও নিয়েছেন। কানাডাসহ আরও কয়েকটি দেশে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন বলেও জানালেন। এদিকে আজ কুমার বিশ্বজিতের জন্মদিন। জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস না থাকলেও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন নিবিড়ের জন্য, তার পরিবারের জন্য।

জন্মদিন প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘জন্মদিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে। কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। শেষ সময়টাতে এসে মাকে নিয়ে কোথাও বের হতে পারতাম না। কিন্তু মারা যাওয়ার এক বা দুই বছর আগে মাকে নিয়ে বের হয়েছিলাম গরবিনী মা সম্মাননা অনুষ্ঠানে। ডা. আশীষ আমার অত্যন্ত স্নেহভাজন। তারই আয়োজনে এই অনুষ্ঠানে আমি মাকে নিয়ে অংশগ্রহণ করেছিলাম। মা গরবিনী মা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মায়ের মুখে ওইদিন যে হাসি দেখেছি, তা এখনো আমার চোখে ভাসে। জন্মদিন এলেই আসলে মায়ের কথাই মনে পড়ে বেশি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত