[ad_1]
পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পর ক্যানাল প্লুসকে কিমপেম্বে বলেন, ‘এই ট্রফির জন্য পুরো ক্লাব অপেক্ষা করছিল। এটা বিশাল একটা অর্জন। সময় এখন শুধুই উপভোগ করার। ব্যক্তিগতভাবে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। বছরের পর বছর ধরে লড়াই করেছি। প্যারিসে চ্যাম্পিয়নস লিগ জেতা যেন অন্য কোথাও পাঁচবার জেতার সমান।’
পাঁচ বছর আগের দুঃখ ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েই দূর করল পিএসজি। কিমপেম্বেদের কাছে ট্রফিটার মাহাত্ম্য পাঁচ গুণ হতেই পারে।
[ad_2]
Source link