[ad_1]
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারদের নির্দেশ দিয়েছিলেন, অবৈধভাবে যাঁরা বসবাস করছেন, সেই বিদেশিদের চিহ্নিত করে যেন দ্রুত ফেরত পাঠানো হয়। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই দুই হাজার ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ইন’ সেই অভিযানেরই অংশ।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও আসাম ছাড়াও বিদেশি বাছাই অভিযান বেশি চলছে গুজরাট, হরিয়াণা, দিল্লি, মহারাষ্ট্র ও রাজস্থানে। সবার আগে সবচেয়ে বেশি ‘অবৈধ’ বসবাসকারী ফেরত পাঠায় গুজরাট। ঠেলে পাঠানো দুই হাজার ব্যক্তির মধ্যে অর্ধেক ওই রাজ্যের। যাঁদের ফেরত পাঠানো হয়েছে এবং যাঁরা সীমান্তে অবস্থান করছেন, সবাইকে ‘বাংলাদেশি’ বলে দাবি করছে ভারত।
অধিকাংশ রাজ্য কেন্দ্রীয় নির্দেশ পালন করছে বলে সরকারি সূত্র জানালেও ঘটনা হলো, যেসব রাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের ‘বাংলাদেশি’ বলে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে, মেঘালয় ছাড়া সেগুলোর প্রতিটিই বিজেপিশাসিত রাজ্য। মেঘালয়ে সরকারের সমর্থক ও শরিক বিজেপি।
[ad_2]
Source link