Homeঅর্থনীতিব্যাংক পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাংক পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার

[ad_1]

২০২৫–২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক খান পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘পতিত সরকারের ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে ধ্বংসের কিনারায় গেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বর্পূণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।’

বাজেট বক্তৃতায় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সব ঝুঁকির সময়োপযোগী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ-২০২৫ প্রণয়ন করা হয়েছে।’

সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কর্ফোস গঠন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি আরও জানান, দেশীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে চুরি ও পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত