[ad_1]
শবনম বুবলী ও আদর আজাদ জুটির সিনেমা ‘পিনিক’। সিনেমাটি পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণার কথা শোনা গিয়েছিল। এটিও ঈদ থেকে সরে গেছে। সিনেমাটির পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘আপাতত মুক্তি ঘোষণা দিলেও এই ঈদে আমরা আসছি না।’ একটি সূত্র জানায়, আদর আজাদ চাইছেন না একসঙ্গে ঈদে দুই সিনেমা মুক্তি পাক। এ অভিনেতার ‘টগর’ সিনেমা এ ঈদে মুক্তি পাচ্ছে।
এদিকে বিপ্লব হায়দারের ‘আলী’ মুক্তির কথা শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রচারণার জন্য জানিয়েছিলেন। তবে ঈদে আসবে এমন কোনো কিছু বলেননি। সিনেমার নায়ক ইরফান সাজ্জাদ বলেন, ‘আমরা ঈদের সিনেমার প্রচারণার মধ্যে আমাদের “আলী”র প্রচারণা করেছি। তবে এই জোয়ারে সিনেমাটির ভালো প্রচারণা হলো। একটা কথা, আমরা পোস্টারে লিখেছে আসছে। এখন অনেকেই মনে করেছে ঈদে আসবে। এ কথা কিন্তু আমরা সিনেমার কেউ বলিনি। আমাদের সিনেমা আগামী মাসে মুক্তি পাবে। তখন একটু কম প্রচারণা পাবে, সে কারণে এখন থেকেই প্রচারণায় আছি।’
[ad_2]
Source link