Homeবিনোদনএবার দেবের বিপরীতে জ্যোতির্ময়ী | কালবেলা

এবার দেবের বিপরীতে জ্যোতির্ময়ী | কালবেলা

[ad_1]

বাবা-ছেলের টান, ভালোবাসা আর ছোটখাটো খুনসুটির ছোঁয়ায় বাঙালির হৃদয়ে দাগ কেটে দিয়েছিল ‘প্রজাপতি’ সিনেমা। মিঠুন চক্রবর্তী ও দেবের অভিনয়ের জাদু মাখানো সেই গল্প এবার ফিরে আসছে নতুন সিক্যুয়েলে, নাম প্রজাপতি ২। পরিচালনায় আবারও অভিজিৎ সেন, সহ-প্রযোজক দেব ও অতনু রায়চৌধুরী। তবে এবার দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। শ্বেতা ভট্টাচার্যের পর এবার তিনিই বাজিমাত করতে চলেছেন রূপালি পর্দায়।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে আমার কথা বলার অনুমতি নেই। আমি যে কোনো কাজ ভেবেচিন্তে করি। দুম করে রাজি হয়ে যাই না। ফলে, কাজ বা চরিত্র বাছতে আমার সময় লাগে। “কাজের জন্য আমার তাড়া নেই। হাতে লম্বা সময় পড়ে রয়েছে। অভিনয় দুনিয়ায় দীর্ঘ সময় থাকতে চাই। তাই ধীরে-সুস্থে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, আমি স্রষ্টায় বিশ্বাস করি। তিনি আমার জন্য সব কিছু নির্দিষ্ট করে রেখেছেন। তিনি যা নির্দিষ্ট করে রেখেছেন সেটাই আমি পাব, আর যা রাখেনি সেটা আমি পাব না। তবে দেব দাদার বিপরীতে কাজ করার জন্য হ্যাঁ বলেছি। আদৌ ডাক পাব কি না, তা-ই জানি না। তবে দেবদার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে হয়তো এত তলিয়ে ভাববও না। কারণ, ওনার নায়িকা হওয়ার সুযোগ আমার কাছে উপরি পাওনা। অন্যান্য মাধ্যমে কাজের ডাক পেলে অবশ্য এত সহজে রাজি হবো না আমি।

এদিকে সবশেষ জ্যোতির্ময়ীকে স্টার জলসার ‘বঁধূয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তারপর যদিও আর দেখা যায়নি এই অভিনেত্রীকে। বহুবার নানা চরিত্রের, নানা মাধ্যম থেকে প্রস্তাব এলেও রাজি হননি তিনি।

বর্তমানে দেব ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে, যা মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। দেবের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলিসহ আরও অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত