[ad_1]
প্রকাশিত: ০০:১৪, ৩ জুন ২০২৫

সোমবার প্রথম দেশের জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন হামজা চৌধুরী।
সকাল সাড়ে ১০টায় হামজা চৌধুরীকে বহনকারী বিমান ঢাকায় পৌছার কথা ছিল। বেলা ১১টার দিকে সেই বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অপেক্ষামাণ গণমাধ্যমকর্মীদের ফাঁকি দিয়ে এই তারকা ফুটবলার চলে আসেন হোটেলে।
লম্বা বিমান যাত্রার ধকল সামলাতে হামজা হোটেলে বিশ্রাম নিতে পারতেন। তবে তিনি তা করেননি। সোমবার (২ জুন) বিকাল ৫টা থেকে দলীয় অনুশীলনে যোগ দেন হামজা। সতীর্থদের সঙ্গে কয়েক ঘণ্টার নিবিড় অনুশীলন শেষে আবার ফেরেন হোটেলে।
হামজাকে এক নজর দেখার জন্য গুটিকয়েক দর্শক বিমানবন্দরে যান। তবে ভিড় ছিল বিকালের অনুশীলনকে ঘিরে। এদিনই প্রথম জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন হামজা। এর আগে ভারত ম্যাচের জন্য এসে এক দিনের অনুশীলন করেছিলেন কিংস অ্যারেনায়।
এবার হামজাকে আগের তুলোনায় কিছুটা লম্বা সময় পাওয়া যাবে। এশিয়ায়ন কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হবে ১০ জুন। ৩০ মে থেকে শুরু হয় অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২৬ জনের দল ঘোষণা করে।
হামজা সোমবার যোগ দিলেন, তবে এখনো যোগ দেননি সামিত সোম। বুধবার তার ঢাকায় আসার কথা রয়েছে।
ঢাকা/রিয়াদ/রাসেল
[ad_2]
Source link