Homeদেশের গণমাধ্যমেবৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে ট্রফি জিতবে কে?

বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে ট্রফি জিতবে কে?

[ad_1]

আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম — আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে বৃষ্টির আশঙ্কায় ফাইনাল ঘিরে উত্তেজনার পাশাপাশি উৎকণ্ঠাও বাড়ছে।

গত কয়েক দিন ধরেই আহমেদাবাদে শুরু হয়েছে মৌসুমি বৃষ্টি। এর প্রভাব পড়েছিল কোয়ালিফায়ার-২ ম্যাচেও, যেখানে টস হলেও খেলা শুরু হতে অনেক দেরি হয়েছিল। ঠিক একই পরিস্থিতি দেখা দিতে পারে আজকের ফাইনালেও।

যদি বৃষ্টিতে আজকের ম্যাচটি সম্পূর্ণ খেলা না যায় তাহলে কী হবে? চিন্তার কিছু নেই। আইপিএল ফাইনালের জন্য বরাদ্দ আছে একটি রিজার্ভ ডে, অর্থাৎ আগামীকাল, ৪ জুনেও খেলা চালিয়ে যাওয়া যাবে। আজ যদি খেলা শুরু হয়েও সম্পূর্ণ না হয়, তাহলে সেই খেলা পরের দিন পুনরায় শুরু হবে যেখানে থেমেছিল সেখান থেকেই।

ফাইনাল সহ প্লে-অফ ম্যাচের জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা হয়েছে। অর্থাৎ, আজকের খেলা শুরুতে দেরি হলেও রাত ০১:৫৬ পর্যন্ত ম্যাচ শেষ করার সুযোগ থাকবে। প্রয়োজন হলে ‘টাইম-আউট’, ইনিংস বিরতির সময় কমানো — এসবও ব্যবহৃত হবে ম্যাচ শেষ করার জন্য।

এটা যদি একেবারে বিরল পরিস্থিতিতে ঘটে, অর্থাৎ ৩ ও ৪ জুন দুই দিনই পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী যে দল লীগ পর্যায়ে পয়েন্ট টেবিলে উপরের স্থানে ছিল, তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে। সেই হিসেবে পাঞ্জাব কিংস জিতবে আইপিএল ২০২৫-এর শিরোপা!

উল্লেখ্য, আরসিবি ও পাঞ্জাব — দুই দলই এখনও পর্যন্ত কখনও আইপিএল জিততে পারেনি। তাদের একজন আজ অথবা কাল হতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। তবে প্রকৃতির চোখ রাঙানিতে সেই আনন্দ কতটা উপভোগ্য হবে, তা সময়ই বলবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত