Homeবিনোদনশাকিব খান সেটে এলেই বদলে যায় সবকিছু : সাবিলা নূর

শাকিব খান সেটে এলেই বদলে যায় সবকিছু : সাবিলা নূর

[ad_1]

প্রথম সিনেমাতেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটক ও বিজ্ঞাপন জগতে সরব তিনি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতে কাজ করলেও এতদিন বড় পর্দায় অভিষেক হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ‘তাণ্ডব’ শিরোনামের এ সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাবিলা। শুরুতেই শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, ‘তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। যখন সেটে আসেন, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়। এত বড় একজন মেগাস্টার সেটি কাউকে বুঝতে দেন না। সবসময় সবাইকে নিয়ে আনন্দে থাকেন, নিজের চরিত্র নিয়ে ভাবেন।’

নাটক থেকে সরাসরি বড় পর্দায় এসে এমন একজন তারকার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস ছিলেন সাবিলা। তবে সেই ভয়ও দূর করেছেন শাকিব খান নিজেই। ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। প্রথম দিনেই ছিল তার সঙ্গে দৃশ্য। আমি নার্ভাস ছিলাম, কিন্তু তার আন্তরিকতা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’

নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় কাজ করেও দারুণ স্বস্তি পেয়েছেন সাবিলা। তিনি বলেন, শাকিব খান সেটে এলেই যেন পরিবেশ বদলে যায়। ‘ও মাই গড, মেগাস্টার শাকিব খান!’ এই ভাবনাটা ছিল। তবে ক্যামেরা চলা শুরু করার পর তারকা ভাবনা উধাও হয়ে যায়। তখন মনে হয়েছিল, আমি নিশাত, আর তিনি স্বাধীন।

শাকিব খানের সঙ্গে একটি জায়গায় নিজের মিলও খুঁজে পান সাবিলা। অভিনেত্রী জানান, তিনি ‘ইন্ট্রোভার্ট’, সেটে শান্ত পরিবেশ পছন্দ করেন। শাকিব খানও ঠিক তেমন। কোনো বাড়াবাড়ি নেই, নিজের মতো করে থাকেন, সবসময় নিজের সিন নিয়ে ভাবেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার প্রথম দিন থেকেই দেশের দেড়শ’রও বেশি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাকিব খান ও সাবিলা নূর জুটির এ ছবিটি ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত