Homeদেশের গণমাধ্যমেওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ডের ‘ব্রুক অধ্যায়’ শুরু

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ডের ‘ব্রুক অধ্যায়’ শুরু

[ad_1]

জস বাটলারের মুখে হাসি, তার পিঠ চাপড়ে দিচ্ছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের উজ্জ্জ্বল অধ্যায় শুরুর প্রতিকী ছবি হিসেবে ধরা যেতে পারে একে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক বিদায়ের পর বাটলার অধিনায়কত্ব ছেড়ে দেন, তার ব্যাটন এখন ব্রুকের হাতে। নতুন অধিনায়কের নেতৃত্বে ইংল্যান্ডের প্রথম মিশন শেষ হলো দারুণভাবে। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো তারা।

যানজটে ওয়েস্ট ইন্ডিজের টিম বাস রাস্তায় আটকে পড়েছিল। তাতে মঙ্গলবারের তৃতীয় ম্যাচের টস শুরু হয় ৪০ মিনিট দেরিতে, আর ম্যাচ নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। তারপর ক্যারিবিয়ানদের ইনিংসে নামে বৃষ্টি। তাতে দুই দলের জন্য বরাদ্দ ছিল ৪০ ওভার করে। আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে করে ২৫১ রান। বৃষ্টি আইনে পুনঃনির্ধারিত ২৪৬ রানের টার্গেট ইংল্যান্ড ৬৮ বল হাতে রেখে মাত্র তিন উইকটে হারিয়ে ছুঁয়ে ফেলে। ৭ উইকেটে জিতে স্বাগতিকরা ৩-০ তে হোয়াইটওয়াশ করলো উইন্ডিজকে।

সপ্তম ওভারে ২৮ রানে ৩ উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। কিসি কার্টি ও শেরফানে রাদারফোর্ডের ৬২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল।

কিন্তু দলীয় ৯০ রানে এই জুটি ভাঙার পর বিপর্যয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৫৪ রানে তাদের সাত উইকেট পড়েছিল। সেখান থেকে আলজারি জোসেফ ও গুডাকেশ মোটি অষ্টম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে সফরকারীদের মান বাঁচান।

দুজনের জুটি ছিল ৯১ রানের। আলজারি ৪১ রানে আউট হন। মোটির ৫৪ বলে ৬৩ রানের সৌজন্যে সফরকারীরা ৯ উইকেটে ২৫১ রান করে।

ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৮ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস।

লক্ষ্যে নেমে শুরুতেই জয়ের ভিত গড়ে দেন জেমি স্মিথ। তার ২৫ বলে হাফ সেঞ্চুরির পর বেন ডাকেটও একই পথে হাঁটেন। দলীয় ৯৩ রানে স্মিথ থামেন। ২৮ বলে ১০ চার ও ৩ ছয়ে সাজানো ছিল তার ৬৪ রানের দারুণ ইনিংস।

বেন ডাকেট ও জো রুট সময় নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। ডাকেট ৪৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রান করেন। ভাঙে দুজনের ৬২ রানের জুটি। 

ব্রুককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জো রুট। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি। বাকি পথ পাড়ি দিয়েছেন ব্রুক ও বাটলার। দুজনের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। ২৯.৪ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে তারা।

ব্রুক ৩৬ বলে ২৬ রান করেন। বাটলারের ২০ বলে ৪১ রানের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছয়।

৩ উইকেটে ২৪৬ রান করে ইংল্যান্ড।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত